বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রবাসে ঈদ, প্রবাসীর ঈদ : পঞ্চম পর্ব

সাক্ষাৎকার : মোহাম্মদ হোসেন সরোয়ার

অনেকদিন পর একসঙ্গে ঈদ আনন্দ করবো

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ! মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র করে মানুষের প্রত্যাশা আর প্রস্তুতির কমতি থাকে না। তবে প্রবাসীদের জীবনে এর বাস্তবতা খুঁজে পাওয়া দুষ্কর। এর উপর করোনার কারণে গেল দুই বছর দেশে ও প্রবাসে অনেকটাই নিরানন্দ ঈদ কেটেছিল। তবে এবার নব উদ্যমে আনন্দ উল্লাসে ঈদ উদযাপনের প্রস্তুতি চলছে। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা কে কীভাবে ঈদ উদযাপন করবেন তা নিয়ে সময়ের সংলাপ-এ থাকছে ধারাবাহিক আয়োজন ‘প্রবাসে ঈদ, প্রবাসীর ঈদ’। পঞ্চম পর্বে কথা বলেছেন বিশ্বখ্যাত কার রেসার ও ‘ফিউচার রেসিং’ কার টিউনিং অ্যান্ড মোডিফিকেশন প্রতিষ্ঠানের কর্ণধার, বাংলাদেশী নাগরিক মোহাম্মদ হোসেন সরোয়ার। সাক্ষাৎকার নিয়েছেন নিজস্ব প্রতিবেদক এসএম শাফায়েত

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২ | ১১:৪৫ অপরাহ্ণ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ | ১১:৪৫ অপরাহ্ণ
অনেকদিন পর একসঙ্গে ঈদ আনন্দ করবো

সময়ের সংলাপঃ এবারের রমজান কেমন কাটালেন?
সরোয়ারঃ
আলহামদুলিল্লাহ। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে মহিমান্বিত রমজান। আমরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সিয়াম সাধনা করেছি। আশাকরি এরই মধ্যদিয়ে আমাদের সকল সমস্যা, সঙ্কট কেটে গিয়ে মুক্তির পথ সৃষ্টি হবে। আমরা আবারও সুস্থ পৃথিবীতে সুন্দর জীবনযাপন করবো।

সময়ের সংলাপঃ কীভাবে ঈদ উদযাপন করবেন?
সরোয়ারঃ করোনার কারণে আমরা দুই বছর ঠিকমতো ঈদ উদযাপন করতে পারিনি। এবার আগের চেয়ে অনেক ভালোভাবে ঈদ আনন্দ করতে পারবো বলে আমি মনে করি।

সময়ের সংলাপঃ ঈদের পরিকল্পনা কী?
সরোয়ারঃ অনেক দিন পর আবার আমরা একসঙ্গে মিলিত হতে পারছি। তাই ঈদ আনন্দও করবো একসঙ্গে। ঈদুল ফিতর উপলক্ষে দুবাইয়ের একটি ফাইভ স্টার হোটেলে কার রেসারদের নিয়ে গেটটুগেদারের আয়োজন করবো। সেখানে বাংলাদেশিদের পাশাপাশি আমিরাতের নাগরিকরাও অংশগ্রহণ করবে। এটি হবে দুটি দেশের একপ্রকার মিলনমেলা।

সময়ের সংলাপঃ শুভাকাঙ্ক্ষীদের জন্য ঈদ উপলক্ষে কী বার্তা দেবেন?
সরোয়ারঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা ‘ঈদ মোবারক’৷ ঈদের খুশি আপনাদের-আমাদের জীবনকে মহান আল্লাহতায়ালা পূর্ণতা দান করুন, এই দোয়া করি৷ পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি৷

সম্পর্কিত পোস্ট