বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অতিরিক্ত ভাড়া ঠেকাতে সিএমপির অভিযান

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১ | ১:৫৫ অপরাহ্ণ আপডেট: ১৩ নভেম্বর ২০২১ | ১:৫৫ অপরাহ্ণ
অতিরিক্ত ভাড়া ঠেকাতে সিএমপির অভিযান

শুধু ডিজেলচালিত যানবাহনে ভাড়া বৃদ্দির নির্দেশনা দেওয়া হলেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে গ্যাসচালিত বিভিন্ন গাড়ির চালক-হেলপারদের বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে ভাড়া বিড়ম্বনা ঠেকাতে ডিজেল চালিত পরিবহনে লাল স্টিকার লাগানোর উদ্যোগ গ্রহণ করেন সিএমপির ট্রাফিক বিভাগ ।

আজ ১৩ নভেম্বর, শনিবার সকাল থেকে টাইগার পাস মোড়ে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক বিভাগ দক্ষিণের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাছির উদ্দিনের নেতৃত্বে গণিপরবহনে স্টিকার লাগানোর কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, যেসব গাড়ি ডিজেল চালিত তাতে লাল স্টিকার ও সিএনজিচালিত গাড়িতে সবুজ স্টিকার থাকা বাধ্যতামুলক। শুধুমাত্র ডিজেলচালিত মোটরযানগুলো সরকার নির্ধারিত ভাড়া নিতে পারবে। সিএনজিচালিত মোটরযান ভাড়া আগের চেয়ে বেশি নিলে আমরা তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিচ্ছি। যাত্রীদের ভোগান্তি কমাতে পুলিশের এমন অভিযান চলমান থাকবে। এসময় তিনি চালকদেরকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া না নেওয়ার আহ্বানও জানান।

সম্পর্কিত পোস্ট