
কক্সবাজারে নয় লাখ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। এছাড়া র্যাবের আরেক অভিযানে মাদক মামলায় ২২ বছর আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করা হয়। মঙ্গলবার বিকেলে র্যাব-১৫ কক্সবাজার এর অধিনায়ক লে. কর্ণেল সাইফুল ইসলাম সুমন সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
আটককৃতরা হলো—টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার আবদুল শুক্কুরের ছেলে আলমগীর হোসেন (১৯), আলমগীরের মা সোনা মেহের (৫৫), একই এলাকার সৈয়দ হোসেনের ছেলে আবুল বশর (২২), টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. ফয়সাল (৩১), হ্নীলার জাদিরপাড়া এলাকার শামশুল আলমের ছেলে এমরান প্রকাশ লাদেন (২৮)।
আরেক অভিযানে আটক মাদক মামলায় ২২ বছর আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নাম রশিদ আহম্মদ (৪৮) কক্সবাজার পৌর এলাকার উত্তর রুমালিয়াছড়া এলাকার হাজী আনোয়াররুল ইসলামের ছেলে।
র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল সাইফুল ইসলাম বলেন, গত ২৯ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফের জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করি। এসময় তাদের কাছ থেকে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের কাছে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ৩০ মে ভোরে একই উপজেলার হ্নীলা ইউনিয়নস্থ ওয়াব্রাং সুশীল পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ পিস ইয়াবাসহ আরও ২ মাদক কারবারিকে আটক করতে সমর্থ হই।
তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে লাদেন ইতোপূর্বে একটি নারী অপহরণের ঘটনার সঙ্গে যুক্ত ও এজাহার নামীয় আসামি। অন্যদিকে ফয়সালের বিরুদ্ধে একটি মাদক মামলাসহ একাধিক মামলা ও সোনা মেহেরের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাব অধিনায়ক।