রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

৯৬ প্রতিষ্ঠানকে জরিমানা করলো ভোক্তা অধিকার

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১ | ৯:৩৭ অপরাহ্ণ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ | ৯:৩৮ অপরাহ্ণ
৯৬ প্রতিষ্ঠানকে জরিমানা করলো ভোক্তা অধিকার

রাজধানী ঢাকাসহ সারাদেশে সোমবার (২৫ অক্টোবর) দিনব্যাপী একযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধের জন্য ৯৬টি প্রতিষ্ঠানকে নগদ সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

চাল, চিনি, পেঁয়াজ, কাঁচা সবজি ও ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য, পণ্য ক্রয়-বিক্রয় রসিদ, পণ্যের মূল্যতালিকা পরিবীক্ষণ করা হয় আজকের পরিচালিত এসব অভিযানের মাধ্যমে। এসময় বাজারে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রয়, পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শনের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পাশাপাশি ডিপার্টমেন্টাল স্টোর, ফার্মেসি ও রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে অননুমোদিত খাদ্যপণ্য ও ওষুধ সংরক্ষণ, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণসহ ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এদিন ঢাকাসহ সারাদেশে অধিদপ্তরের মোট ৪৬টি টিম বিভিন্ন নিত্যপণ্যের বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, ক্যাবসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা অধিদপ্তর পরিচালিত অভিযানে সহযোগিতা করেন। ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৯৬টি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ৫৯ হাজার টাকা জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, নিত্যপণ্যের দাম স্থিতিশীল ও ভোক্তা সহনীয় রাখতে সারাদেশে অধিদপ্তরের তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে।

সম্পর্কিত পোস্ট