শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

৯৫ দিন পর করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ

প্রকাশ: ১৫ মার্চ ২০২২ | ৬:১৭ অপরাহ্ণ আপডেট: ১৫ মার্চ ২০২২ | ৬:১৭ অপরাহ্ণ
৯৫ দিন পর করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৯৪২ জনে। শনাক্তের হার ১ দশমিক ৫৪ শতাংশ।

সবশেষ ২৪ ঘণ্টার মধ্যে করোনায় কেউ মারা যাননি। ৩ মাসের বেশি সময় পর (৯৫ দিন) এমন মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ। গত বছরের ৯ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল তার আগের ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি।

মঙ্গলবার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে সবশেষ ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৪ হাজার ৪০৮ জন।

২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ৪৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৫৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

সম্পর্কিত পোস্ট