রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

৮ বিভাগেই বৃষ্টির আভাস

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২ | ১২:৩০ অপরাহ্ণ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ | ১২:৩০ অপরাহ্ণ
৮ বিভাগেই বৃষ্টির আভাস

রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির এ প্রবণতা শুক্রবারও (১১ ফেব্রুয়ারি) থাকতে পারে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, ‘আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) তিনটি জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও আজ দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই।’

শৈত্যপ্রবাহ না থাকলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, বিশেষ করে ঢাকা, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাত হতে পারে। অন্য তিন বিভাগেও সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আজ ও কাল দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর আবারও শীত পড়বে বলে জানান তিনি।

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘলা রয়েছে। মুখ ভার করা আকাশে বেলা ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

সম্পর্কিত পোস্ট