শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

৮ দিন পর সচল ই-পাসপোর্ট সার্ভার

প্রকাশ: ২৩ মার্চ ২০২২ | ১২:৫৭ অপরাহ্ণ আপডেট: ২৩ মার্চ ২০২২ | ১২:৫৭ অপরাহ্ণ
৮ দিন পর সচল ই-পাসপোর্ট সার্ভার

আট দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ই-পাসপোর্টের সার্ভার। বুধবার (২৩ মার্চ) সকাল থেকে অনলাইনে ই-পাসপোর্টের ওয়েবসাইটে আবেদন গ্রহণ করা হচ্ছে। একইভাবে বায়োমেট্রিকসহ সব ধরনের প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে ‘সিস্টেম আপগ্রেডেশন’-এর কারণে গত ১৫ ও ১৬ মার্চ ই-পাসপোর্ট কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। এরপর ১৭, ১৮ ও ১৯ মার্চ সরকারি ছুটিতে আবেদন প্রক্রিয়া বন্ধ ছিল। তবে আপগ্রেডেশনের কাজ শেষ না হওয়ায় ২০, ২১ ও ২২ মার্চও সার্ভার ডাউন ছিল। এই সময়ে নতুন করে ই-পাসপোর্টের আবেদন করতে পারছিলেন না নাগরিকরা।

অধিদপ্তর জানায়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অধীনস্থ ডিজাস্টার রিকভারি সাইট (ডিআরএস)-এ ওএটি এবং ফেইল ওভার টেস্ট সম্পাদনের কারণেই মূলত আবেদন প্রক্রিয়া বন্ধ ছিল। সার্ভার ডাউন থাকা অবস্থায় যেসব আবেদনকারীর অ্যাপয়েন্টমেন্টের তারিখ ছিল তারা সার্ভার চালুর পর যেকোনো দিন অধিদপ্তরে গেলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

সম্পর্কিত পোস্ট