রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

৮৪৮ ইউপিতে আ.লীগে ৮৯৭ ‘বিদ্রোহী’ প্রার্থী

প্রকাশ: ২২ অক্টোবর ২০২১ | ৬:৫৭ অপরাহ্ণ আপডেট: ২২ অক্টোবর ২০২১ | ৬:৫৭ অপরাহ্ণ
৮৪৮ ইউপিতে আ.লীগে ৮৯৭ ‘বিদ্রোহী’ প্রার্থী

দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ নবেম্বর। ইতোমধ্যেই শেষ হয়েছে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাচাই। প্রার্থীতা যাচাই বাচাইয়ের পর সারা দেশে ৮৪৮টি ইউপি নির্বাচনে আ.লীগে ৮৯৭ ‘বিদ্রোহী’ প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছে। এর মধ্যে প্রায় সব কটি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। বিদ্রোহী’ প্রার্থীরা আওয়ামীগের দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও মূলত আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপরীতে ‘বিদ্রোহী’ প্রার্থীর ভূমিকায় রয়েছেন তারা।
চারটি জেলায় আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। রাজবাড়ীতে দুটি, হবিগঞ্জে পাঁচটি, খাগড়াছড়িতে ১০টি ও রাঙামাটিতে ১১টি ইউপির একটিতেও আওয়ামী লীগের কোনো বিদ্রোহী পাওয়া যায়নি।

নওগাঁয় ২০টি ইউপির বিপরীতে সবচেয়ে বেশি—৪২ জন বিদ্রোহী প্রার্থী পাওয়া গেছে। সিরাজগঞ্জের ১৭ ইউপিতে ৩৫ জন, পাবনার ১০ ইউপিতে ৩৩, নেত্রকোনার ২৬ ইউপিতে ৩৬, নরসিংদীর ১২ ইউপিতে ৩২ এবং সুনামগঞ্জের ১৯টি ইউপিতে আওয়ামী লীগের ৩৩ জন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট