শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

৭ ছাত্রকে মৃত্যুদণ্ড দিল মিয়ানমার জান্তা : জাতিসংঘ

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২২ | ৭:১৭ অপরাহ্ণ আপডেট: ৪ ডিসেম্বর ২০২২ | ৭:১৭ অপরাহ্ণ
৭ ছাত্রকে মৃত্যুদণ্ড দিল মিয়ানমার জান্তা : জাতিসংঘ

মিয়ানমারের জান্তা সরকার চলতি সপ্তাহে অন্তত সাতজনের মৃত্যুদণ্ড দিয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১৩৯ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। খবর এএফপির।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে জানান, গত বুধবার এক রুদ্ধদ্বার সামরিক আদালত কমপক্ষে সাতজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত এপ্রিলে ইয়াঙ্গুনভিত্তিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছিল। পরে একটি ব্যাংকে গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের অভিযুক্ত করা হয়।

সবশেষ মৃত্যুদণ্ডের বিষয়ে নিশ্চিত হতে জান্তা সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো জবাব দেননি। তবে জাতিসংঘের অভিযোগ, সামরিক সরকার মৃত্যুদণ্ডকে ‘বিরোধী দলকে দমনের হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অং সান সু চির সরকারকে হটিয়ে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এর পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে অস্থিরতা বিরাজ করছে।

সম্পর্কিত পোস্ট