![৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে সার্বিয়া-ক্যামরুনের ড্র](https://somoyersonglap.ae/wp-content/uploads/2022/11/1-95.jpg)
লড়াই হলো বেশ। কখনো ক্যামেরুন। কখনো বা সার্বিয়ার সব দুরন্ত আক্রমণ। সব মিলিয়ে রোমাঞ্চকর এক লড়াই। গোল হলো ৬টি। কিন্তু জয়ের দেখা পেল না কেউ। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার সার্বিয়া-ক্যামেরুন ম্যাচ হয়েছে ড্র (৩-৩)।
কাতারের আল জানুব স্টেডিয়ামে ১১ মিনিটে প্রথম সুযোগ পায় সার্বিয়া। আলেকসান্দার মিত্রোভিচের শট ব্যর্থ হয় দূরের পোস্টে লেগে। ছয় মিনিট পর খুব কাছ থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। নষ্ট নয় সুবর্ণ সুযোগ।
২৯ মিনিটে এগিয়ে যায় ক্যামেরুন। কর্নার থেকে ক্যামেরুনের একজনের হেড সার্বিয়ার একজনের মাথা ছুঁয়ে চলে আসে দূরের পোস্টে। ফাকায় দাঁড়ানো কাস্তেলেতুর প্লেসিং শট। গোল (১-০)।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দুই গোল করে ম্যাচে ফেরে সার্বিয়া। যোগ করা সময়ের প্রথম মিনিটে দুসান তাদিচের ফ্রি কিকে দারুণ হেডে গোল করেন পাভলোভিচ (১-১)। দুই মিনিট পর দলকে এগিয়ে নেন মিলিনকোভিচ-সাভিচ। আন্দ্রিয়া জিভকোভিচের পাসে গোল করেন লাৎসিওর এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে ম্যাচের রোমাঞ্চ ছিল আরও বেশি। আক্রমণ পাল্টা আক্রমণে ভরে ওঠে ম্যাচ। ৫৩ মিনেট মিত্রভিচের গোলে সার্বিয়ার স্কোর বেড়ে দাড়ায় ৩-১ এ। ব্যাকফুটে ক্যামেরুন জ্বলে উঠে একটু পরই। ৬৩ মিনিটে ভিনসেন্ট আবু বকরের গোল। তিন মিনিট পর চোপো-মোটিংয়ের দারুণ গোল। দুর্দান্ত ক্যামব্যাক ক্যামেরুনের। ম্যাচে সমতা আসে ৩-৩ এ।
এরপর ম্যাচের শেষ পর্যন্ত উত্তেজনা ছিল বেশ। বেশি আক্রমণ করে গেছে সার্বিয়া। কিন্তু গোলের দেখা মেলেনি। ড্রর হতাশা নিয়ে মাঠ ছাড়ে দুই দল। বল দখলে সার্বিয়া এগিয়ে থাকলেও ১৩ শটের মধ্যে আটটি শট লক্ষ্যে রাখতে পেরেছিল ক্যামেরুন। সেখানে ১৫ শটের মধ্যে পাচটি লক্ষ্যে ছিল সার্বিয়ার।
জি গ্রুপে প্রথম ম্যাচে সার্বিয়া হেরেছিল ব্রাজিলের কাছে। ক্যামেরুন হেরেছিল সুইজারল্যান্ডের কাছে। দ্বিতীয় ম্যাচে ড্রয়ের কারণে দুই দলের পয়েন্ট ১ করে। ব্রাজিল ও সুইজারল্যান্ডের পয়েন্ট তিন করে।