প্রথমবারের মতো বড় পরিসরে শুধুমাত্র নারীদের জন্য আয়োজন করা হচ্ছে দুই দিনব্যাপী ‘ফিমেল ফেস্ট’। আগামী ১ ও ২ ডিসেম্বর রাজধানীর আইসিসিবি মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই আয়োজন। যার নাম দেওয়া হয়েছে ‘সাজগোজ ফিমেল ফেস্ট ২০২২ পাওয়ার্ড বাই নিভিয়ার’। উৎসবের প্রথম দিন থাকছে মেলা এবং পরদিন বিশাল পরিসরে কনসার্ট।
২ ডিসেম্বরের সেই কনসার্টে মূল আকর্ষণ হিসেবে গান করবেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। এছাড়াও থাকবে প্রীতম হাসান, সন্ধি, হাসিব, আনিকা এবং জনপ্রিয় ব্যান্ড নেমেসিসের পরিবেশনা। গানের পাশাপাশি থাকছে ফ্যাশন শো। যেখানে ৩০ জনেরও বেশি মডেল পারফর্ম করবেন। আর এই কনসার্ট উপভোগ করবেন ৫০০০ এর বেশি নারী। যারা সাজগোজের গ্রাহক।
এই কনসার্টে পারফর্ম করা নিয়ে গায়ক তাহসান জানান, তিনি দারুণ এক্সাইটেড। মেলাটি ছেলে-মেয়ে সবার জন্যই উন্মুক্ত হলেও কনসার্টটি শুধুমাত্র নারীরা উপভোগ করার সুযোগ পাবেন।
রেজিস্ট্রেশনের মাধ্যমে এই কনসার্টের অতিথি প্রবেশ নিশ্চিত করা হবে। ইতিমধ্যে ইভেন্ট লিংক ফেসবুক ও তাদের নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আয়োজকরা এই ভিন্নধর্মী আয়োজন নিয়ে বেশ আশাবাদী।