শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

৩২ বছরের অপেক্ষা ফুরোবে ব্রাজিল-আর্জেন্টিনার?

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২২ | ৬:০৫ অপরাহ্ণ আপডেট: ৪ ডিসেম্বর ২০২২ | ৬:০৫ অপরাহ্ণ
৩২ বছরের অপেক্ষা ফুরোবে ব্রাজিল-আর্জেন্টিনার?

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ব্রাজিলের লড়াই শেষ কবে হয়েছে? তা দেখতে ফিরে তাকাতে হবে সেই ১৯৯০ বিশ্বকাপে। শেষ ষোলোর ম্যাচে যেখানে ক্যানেজিয়ার গোলে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছিল ম্যারাডোনার আর্জেন্টিনা। বিশ্বকাপে সেলেসাওদের বিরুদ্ধে সেটাই আলবিসেলেস্তেদের একমাত্র জয়।

বিশ্বকাপ ফুটবলে চারবার মুখোমুখি হয়েছে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ব্রাজিলের জয় ‍দুটি, আর্জেন্টিনার একটি। ড্র হয়েছে একটি ম্যাচ।

ব্রাজিল শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে কাল রাতে। প্রতিপক্ষ এশিয়ার দক্ষিণ কোরিয়া। এই ম্যাচ জিতলে কোয়ার্টারে যাবে সেলেসাওরা। শেষ আটে জয় পেলে ব্রাজিলও যাবে সেমিতে। তার মানে জয়ের ধারায় থাকলে আর্জেন্টিনা ও ব্রাজিলের দেখা হবে এবার সেমিফাইনালে। এবার তাহলে মেসি-নেইমারের লড়াইটা হবে বিশ্বমঞ্চে। যদিও ইনজুরির কারণে মাঠের বাইরে নেইমার। কোন ম্যাচে তাকে পাওয়া যাবে, তা এখনো নিশ্চিত নয়।

বিশ্বকাপ ফুটবলে ১৯৭৪ সালে প্রথম দেখা আর্জেন্টিনা ও ব্রাজিলের। এই ম্যাচে জিতেছিল ব্রাজিল। পরের বিশ্বকাপে ১৯৭৪ সালে আবার দেখা গ্রুপ পর্বে। এই ম্যাচ হয়েছিল গোলশূন্য ড্র। ১৯৮২ বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনাকে হারায় ৩-১ ব্যবধানে। সর্বশেষ দুই দলের লড়াইটা অবশ্য দেখা গেছে কোপা আমেরিকার ফাইনালে, গত বছর। শিরোপা জিতেছিল মেসিরা।

সম্পর্কিত পোস্ট