বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন

৩১ ইউপিতে নৌকার প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১ | ১০:১৮ অপরাহ্ণ আপডেট: ১৯ অক্টোবর ২০২১ | ১০:১৮ অপরাহ্ণ
৩১ ইউপিতে নৌকার প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮৪৬টি ইউপির মধ্যে ৩১টিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। ২১ অক্টোবর বাছাই ও ২৬ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। যেসব ইউপিতে একক প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ হবে, তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে এরপর। বাকি ইউনিয়নগুলোতে ১১ নভেম্বর ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হবে।

নৌকার একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্ধন্দিতায় চেয়ারম্যান হতে যাচ্ছে যেসব ইউপিতে তা হলো: সিরাজগঞ্জ সদরের সয়দাবাদ; যশোর চৌগাছার ফুলসারা; মাগুরা সদরের হাজরাপুর; বাগেরহাট সদরের গোটাপাড়া; মোল্লাহাটের গাংনী; জামালপুর সদরের রশিদপুর; শেরপুর সদরের কামারেরচর; কিশোরগঞ্জ বাজিতপুরের বলিয়ারদি ও হালিমপুর; মানিকগঞ্জের সিংগাইরের বায়রা; নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ও ভুলতা; চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর, মুরাদপুর, কুমিরা ও সোনাইছড়ি, মিরসরাইয়ের করেরহাট, ধুম, ওসমানপুর, কাটাছাড়া, মঘাদিয়া, মায়ানী, হাইতকান্দি ও ইছাখালী; কুমিল্লার লাকসামের কান্দিরপাড়, গোবিন্দপুর, উত্তরদা, আজগরা ও লাকসাম পূর্ব; ফেনীর ফুলগাজীর ফুলগাজী ও আনন্দপুর।

সম্পর্কিত পোস্ট