
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০১৯ সালে আবেদনকৃত অনিবাসীদের মধ্যে চূড়ান্ত তালিকায় ৫৭ জন সিআইপির নাম প্রকাশ করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ রেহান উদ্দিনের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন অনুযায়ী এবার সংযুক্ত আরব আমিরাতের বসবাসরত প্রবাসীদের মধ্যে ২ জন নারী সহ ২৬ জন প্রবাসী সিআইপি’র মর্যাদা পেয়েছেন।
বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে সংযুক্ত আরব আমিরাত থেকে সিআইপি হয়েছেন- মোহাম্মদ মাহতাবুর রহমান, মোহাম্মদ মাহাবুব আলম, মো. ফরিদ আহমেদ, ওমর ফারুক, মোহাম্মদ মনির হোসেন, সাইফুল ইসলাম, ফখরুল ইসলাম, আবুল কালাম, রিপন দত্ত, আবদুল হালিম, ইব্রাহিম ওসমান আফলাতুন, মোহাম্মদ আশফাকুর রহমান, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আইয়ুব আলী বাবুল, আবদুল গণি চৌধুরী, মোরশেদুল ইসলাম, মো. ইউনুছ মিয়া চৌধুরী, মোসাম্মৎ জেসমিন আক্তার, নিগার সুলতানা, মোহাম্মদ আবু জাফর চৌধুরী, মতিউর রহমান, মো. ইজাজ হোসেন, মোহাম্মদ এহসানুর রহমান ও খোরশেদ আলম।
এ ছাড়া বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে আমিরাত প্রবাসীদের মধ্যে সিআইপি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম ও মোহাম্মদ সেলিম।
গত বুধবার উপসচিব মুহাম্মদ রেহান উদ্দিনের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বিভিন্ন দেশে থাকা অনিবাসী বাংলাদেশিদের মধ্যে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালের জন্য তিনটি আলাদা ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়। এরমধ্যে বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ১ জন, বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ৪৭ জন এবং বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ৯ জন বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে (অনিবাসী বাংলাদেশি) সিআইপি হিসেবে নির্বাচিত হয়।