গণজাগরণ সৃষ্টি করে দেশের ক্ষুধার্ত অসহায় মানুষকে বাঁচাতে ২৮ মার্চ (সোমবার) ডাকা হরতাল সফল করতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার ও মুনাফাখোর সিন্ডিকেট মিলে দেশকে ক্রমে দুর্ভিক্ষ অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। বাজারে পুরোপুরি নৈরাজ্য চলছে।
রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় পুরানা পল্টনের মুক্তি ভবনে বিভিন্ন শ্রেণি-পেশার নেতাদের সঙ্গে বাম জোটের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সাইফুল হক বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ভোটের অধিকার কেড়ে নেওয়ার পর দেশের মানুষকে এবার তারা ভাতে মারার ব্যবস্থা করেছে। এর প্রতিবাদে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে বাম জোট শান্তিপূর্ণভাবে হরতাল সফল করার আহ্বান জানাচ্ছে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ছাত্রনেতা দীপক শীল, শোভন রহমান, দিলীপ রায়, রাফিকুজ্জামান ফরিদ, অনিক রায়, শ্রমিক নেতা রাজেকুজ্জামান রতন, জলি তালুকদার, সেকেন্দার হায়াত,শামীম ঈমাম, সেলিম মাহমুদ, মেহেদী হাসান নোবেল, নারী নেত্রী বহ্নিশিখা জামালী, তসলিমা আকতার বিউটি প্রমুখ।
বাম জোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বজলুর রশিদ ফিরোজ, নজরুল ইসলাম, বাচ্চু ভূঁইয়া, শহীদুল ইসলাম সবুজ, ডা. সাজেদুল হক রুবেল, মাসুদ রানা, রাগিব আহসান মুন্না বিধান দাস প্রমুখ।