শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

২৮ কোটি ৯৬ লাখ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

প্রকাশ: ২ জানুয়ারি ২০২২ | ১১:০৬ পূর্বাহ্ণ আপডেট: ২ জানুয়ারি ২০২২ | ১১:০৬ পূর্বাহ্ণ
২৮ কোটি ৯৬ লাখ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৮ কোটি ৯৬ লাখ ছাড়িয়েছে।
আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৭টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ২৮৯ জন। একই সময়ে করোনায় মৃত্যুবরণ করেছেন ৫৪ লাখ ৫৬ হাজার ৮৬৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ কোটি ৪১ লাখ ১৪ হাজার ৬৯৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইট থেকে জানা গেছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৫১৯ জন। আর মৃত্যু হয়েছে ৮ লাখ ৪৭ হাজার ১৬২ জন।

সম্পর্কিত পোস্ট