আগামী ১৮ সেপ্টেম্বর (রবিবার) দুর্গা পূজা উপলক্ষে সাংস্কৃতিক পর্ব-সহ মেলা “আগমনী উৎসব” সিডনির ইংগেলবার্নস্থ গ্রেগ পার্সিভাল কমিউনিটি হলে প্রথমবারের মতো বৃহদাকারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইভেনেক্স প্রাইভেট লিমিটেড এই মেলার আয়োজক।
আয়োজকরা বলেন, আমাদের এই সিডনি কমিউনিটিতে ঈদ কিংবা দেশীয় নানান দিবস নিয়ে মেলা এবং উৎসব পালিত হলেও একমাত্র সিডনির কিছু পূজা কমিটি, শুধুমাত্র পূজা উৎযাপন ছাড়া আর কেউই সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবকে সামনে রেখে তেমন বড় পরিসরে কোনও মেলার আয়োজন করেনি, তাই ইভেনেক্সই প্রথম সকল ধর্মের প্রতি শ্রদ্ধা এবং কর্তব্য স্বরূপ কিছুটা জাঁকজমক সহকারে এবার আয়োজন করতে যাচ্ছে মেলা, যার নামকরণ করা হয়েছে “আগমনী উৎসব”।
মেলায় বাহারি পোশাক ও গহনার পসরার সাথে থাকছে খাবারের স্টল। আছে মেলা শেষে ঘণ্টাব্যাপী সাংস্কৃতিক পর্ব এবং এ পর্বটি পরিচালনায় থাকছে “চারু”। সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে এ মেলা।
ইভেনেক্স এ উৎসব আয়োজনের স্বার্থে গতানুগতিকের চেয়ে স্বল্প খরচে স্টল ভাড়া দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। তাই দ্বিধা দ্বন্দের ঊর্ধ্বে গিয়ে কমিউনিটির সকলের উপস্থিতি ইভেনেক্সের কাম্য।