প্রকাশ: ১ মার্চ ২০২২ | ৫:২৯ অপরাহ্ণ আপডেট: ১ মার্চ ২০২২ | ৫:২৯ অপরাহ্ণ
আয়কর বিভাগের ১৩০ কর পরিদর্শক পদে রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের দ্বিতীয় সচিব (কর প্রশাসন-২) মো. জসিম উদ্দিনের সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (১ মার্চ) প্রতিষ্ঠানটির জনসংযোগ দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
আদেশে বদলিকৃতদের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বগুড়া ও রংপুরের বিভিন্ন কর অঞ্চলে যোগদান করতে বলা হয়েছে।
এর আগে, সর্বশেষ গত ১৮ ও ৩০ জানুয়ারি আয়কর বিভাগের ৮১ কর পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছিল।