রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

মানিকগঞ্জে র‍্যাবের হাতে আটক

১০ বছরের সাজা মাথায় নিয়ে ৩৫ বছরের ফেরার

প্রকাশ: ৩০ মে ২০২২ | ৮:২১ অপরাহ্ণ আপডেট: ৩০ মে ২০২২ | ৮:২১ অপরাহ্ণ
১০ বছরের সাজা মাথায় নিয়ে ৩৫ বছরের ফেরার

১০ বছরের সাজা থেকে বাঁচতে ৩৫ বছর পালিয়ে থেকেও রক্ষা পেল না  আব্দুল মজিদ।  সোমবার (৩০মে) সকালে মানিকগঞ্জের  পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাপিড  অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আব্দুল মজিদ মানিকগঞ্জ সদর থানার ডাকাতির মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী । সাজাপ্রাপ্ত আসামি  মজিদের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বংরুই এলাকায়।

 র‍্যাব-৪ মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, ১৯৮৫ সালে মানিকগঞ্জ সদর উপজেলার ছকাই এলাকায় এক কাপড় ব্যবসায়ীর কাপড় এবং  টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় সদর থানায় মামলা হয়। মামলার কয়েকদিন পর আব্দুল মজিদকে গ্রেফতার করে পুলিশ। এরপর জামিনে এসে পলাতক থাকেন তিনি। মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আব্দুল মজিদের ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। সাজা থেকে বাঁচতে তিনি দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিলেন।  অবশেষে আজ গোপন সংবাদের ভিত্তিতে  পাটুরিয়া ঘাট এলাকা থেকে আব্দুল মজিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট