রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

১০ ঘণ্টা পর মুক্ত হলেন র.বি’র শিক্ষকরা

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১ | ১:৪৮ অপরাহ্ণ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ | ১:৪৮ অপরাহ্ণ
১০ ঘণ্টা পর মুক্ত হলেন র.বি’র শিক্ষকরা

দীর্ঘ ১০ ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে মুক্ত হয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ শিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারীরা । শাহজাদপুর থানার এসআই রুবেল হোসেন রোববার রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা মাধ্যমে রাত ২টার দিকে অবরুদ্ধ সবাইকে মুক্ত করেন। গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের ১৬ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ ওঠে বিভাগের চেয়ারম্যান সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেনের বিরুদ্ধে। এ ঘটনায় এক ছাত্র ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এর পর শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে একাডেমিক এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলনে নামেন। এর ধারাবাহিকতায় রোববার বিকেল ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কয়েকজন শিক্ষক সাক্ষাৎ করতে গেলে ভবনের গেটে তালা দিয়ে অবরুদ্ধ করা হয়।

সম্পর্কিত পোস্ট