প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১ | ১০:২৯ পূর্বাহ্ণ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ | ১০:২৯ পূর্বাহ্ণ
ট্রলি ব্যাগে কাপড়ের পরিবর্তে গাঁজা নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে আটক হন মারজান আক্তার নামের এক মহিলা। তার বয়স আনুমানিক ২৯ বছর। চট্টগ্রামের সিটি গেট এলাকা থেকে ট্রলি ভর্তি ১০ কেজি গাঁজা সহ তাকে আটক করেছে আকবরশাহ থানা পুলিশ।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়েছে। মারজান আক্তার চট্টগ্রামের খুলশী থানার পাহাড়িকা আবাসিক এলাকার ইমরান হোসেনের স্ত্রী।
পুলিশ কর্মকর্তা জহির হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সিটি গেটের চেকপোস্টে চট্টগ্রামমুখী সৌদিয়া বাসের (ঢাকা মেট্রো ব-১৪-৭৩৩৭) মারজানকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি ট্রলির ভেতর থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।