সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

বাংলাদেশ ও আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ

১০০ টাকায় মিলবে টি-টোয়েন্টির টিকিট

প্রকাশ: ২ মার্চ ২০২২ | ১:৩৮ পূর্বাহ্ণ আপডেট: ২ মার্চ ২০২২ | ১:৩৮ পূর্বাহ্ণ
১০০ টাকায় মিলবে টি-টোয়েন্টির টিকিট

বৃহস্পতিবার থেকে ঢাকা মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আফগানিস্তানের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগামী ৩ ও ৫ মার্চ বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে ম্যাচ দুটি। এ ম্যাচগুলো গ্যালারিতে বসে উপভোগ করতে পারবেন দর্শকরা।

এজন্য খেলার আগের দিন (বুধবার) ক্রিকেটভক্তদের টিকিট ক্রয় করতে হবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথ থেকে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকেট সংগ্রহ করা যাবে।

টি-টোয়েন্টি সিরিজে টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা এবং সর্বনিম্ন মূল্য ১০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ১ হাজার টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা, নর্থ ও সাউথ স্ট্যান্ড ১৫০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ১০০ টাকা।

সম্পর্কিত পোস্ট