রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

হেফাজত মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর মৃত্যু

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১ | ২:৪৭ অপরাহ্ণ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ | ২:৪৭ অপরাহ্ণ
হেফাজত মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর মৃত্যু

হেফাজত ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকার ল্যাবএইড হাসপাতালের চিকিৎসকরা সোমবার সকাল সাড়ে ১১ দিকে নুরুল ইসলাম জিহাদীকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

হেফাজত নেতা জুবায়ের আহমদ জানান, শনিবার মাগরিব নামাজের পর জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান শেষ করে রাতে খিলগাঁওয়ের বাসায় ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন তাদের মহাসচিব। ওই রাতেই তাকে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও বলেন, “হুজুরের কিডনির সমস্যা ও হার্টে ব্লক ধরা পড়ে, তাকে আইসিইউতে রাখা হয়েছিল। চিকিৎসকরা প্রথমে অস্ত্রোপচার করতে চেয়েছিলেন, কিন্তু বয়সের কারণে তা না করে আইসিইউতে রেখেই চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন।”

গত বছরের ১৩ ডিসেম্বর হেফাজত ইসলামের মহাসচিব নুর হোসাইন কাসেমী মারা যাওয়ার পর গতবছর ২৩ ডিসেম্বর সেই দায়িত্বে আসেন নুরুল ইসলাম জিহাদী।

সম্পর্কিত পোস্ট