প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১ | ৩:৩৬ অপরাহ্ণ আপডেট: ২৬ অক্টোবর ২০২১ | ৩:৩৬ অপরাহ্ণ
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুুল্লাহ বাবুনগরী অসুস্থ। রোববার (২৪ অক্টোবর) হেফাজত আমির ফটিকছড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এখনো সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। জানা যায়, ৮৭ বছর বয়সী আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। শনিবার সকালে তার শরীরে জ্বরের প্রকোপ দেখা দেয়। জ্বরের মাত্রা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়।
আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী মরহুম আল্লামা জুুনায়েদ বাবুনগরীর আপন মামা। জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর তিনি হেফাজতে ইসলামের আমির নির্বাচিত হন।