প্রকাশ: ২১ মার্চ ২০২২ | ৪:৪৮ অপরাহ্ণ আপডেট: ২১ মার্চ ২০২২ | ৪:৪৮ অপরাহ্ণ
সিডনিতে গত ২০ মার্চ (রবিবার) একুশে একাডেমি আয়োজিত বইমেলায় প্রবাসী নাট্য সংগঠন সখের থিয়েটার হুমায়ুন আহমেদের ‘স্বপ্ন বিলাস’ নাটকটি মঞ্চস্থ করে। নাটকটির নির্দেশনায় শাহীন শাহনেওয়াজ এবং অভিনয়ে ছিলেন আফসানা রুচি ও শাহীন শাহনেওয়াজ।
শাহীন শাহনেওয়াজ জানান, ‘প্রবাসে আমাদের ভাষা, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চা আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই প্রয়াস। পাশাপাশি জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই প্রবাসে আমরা নাটকটি মঞ্চস্থ করি।’ বিপুল সংখ্যক দর্শক অ্যাশফিল্ড পার্ক সিডনির একুশে মঞ্চে নাটকটি তুমুল করতালি দিয়ে উপভোগ করেন।
সংলাপ-২১/০৩/০০৯/আ/আ