বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

হামবুর্গে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী

প্রকাশ: ৮ মে ২০২২ | ৩:৪০ অপরাহ্ণ আপডেট: ৮ মে ২০২২ | ৩:৪০ অপরাহ্ণ
হামবুর্গে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জার্মানির হামবুর্গে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে ‘জাগরণ জার্মানি বাংলাদেশ সমিতি’। শনিবার (৭ মে) বিকেলে বিললহরনার ডয়চে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জাগরণের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামেল মাহমুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি, বর্তমান উপদেষ্টা এবং হামবুর্গ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রতনসহ প্রবাসী বাংলাদেশিরা।

ঈদের শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম রতন বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদুল ফিতর। এ আনন্দ বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানদের মাঝে ছড়িয়ে পড়ুক।

পুনর্মিলনীর বিষয়ে তিনি বলেন, অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে প্রবাসে থেকেও বাংলাদেশিরা ঈদের আনন্দ উপভোগ করতে পেরেছেন।

সম্পর্কিত পোস্ট