বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

হাতিয়া উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১ | ৩:২৯ অপরাহ্ণ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ | ৩:২৯ অপরাহ্ণ
হাতিয়া উপজেলা প্রশাসনের  মাসিক সভা অনুষ্ঠিত

হাতিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) হাতিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটনের সভাপতিত্বে সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম লাভলী, উপজেলা নির্বাহী অফিসার মো.ইমরান হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহজাহান, উপজেলা কৃষিবিদ ও কৃষি অফিসার মোঃ নুরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ ফখরুল ইসলামসহ সকল সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের নির্দেশনা মেনে এবং সরকারি রেজিস্ট্রেশন ফাইলগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা নিয়ে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয়। সেদিকে নজর রাখতে হবে।

সভায় উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন বলেন, হাতিয়ার শিক্ষার গুণগত মান বাড়ছে এবং আগামীতে আরও বাড়াতে হবে। হাতিয়াকে একটি ডিজিটাল উপজেলা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেয়া আমাদের একমাত্র প্রত্যাশা।

সম্পর্কিত পোস্ট