“ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আবু রায়হান, নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, ক্যাব হাটহাজারীর সভাপতি সাংবাদিক জিয়া চৌধুরী, কৃষি উদ্যোক্তা জাহেদুল ইসলাম চৌধুরী প্রমূখ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল ব্যবস্থায় অনলাইনে কেনাকাটা ও লেনদেন করতে গিয়ে ভোক্তারা নানাভাবে প্রতারণার শিকার হয়েছেন। সরকার ডিজিটাল আর্থিক ব্যবস্থায় প্রতারণা রোধ করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তবে ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা আনতে ও প্রতারণা ঠেকাতে সরকারের পাশাপাশি ভোক্তাদেরকেও সচেতন হতে হবে।
তিনি আরো বলেন, আসন্ন মাহে রমজানকে সামনে রেখে উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চালিয়ে যাবে। এক্ষেত্রে জনসাধারণকে যেকোন অবৈধ মজুদদারী, অতিরিক্ত মূল্য আদায়, ভেজাল পণ্য বিক্রি সহ ভোক্তা অধিকার লঙ্ঘনের বিষয়ে উপজেলা প্রশাসনকে তথ্য দেয়ার জন্য আহবান জানানো হয়।
সংলাপ-১৫/০৩/০০৫/আ/আ