মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

হাটহাজারীতে কিশোরীর আত্মহত্যা

প্রকাশ: ২২ অক্টোবর ২০২১ | ২:০২ পূর্বাহ্ণ আপডেট: ২২ অক্টোবর ২০২১ | ২:০২ পূর্বাহ্ণ
হাটহাজারীতে কিশোরীর আত্মহত্যা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ঝুমুর মনি (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার ( ২১অক্টোবর ) বিকেলে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মৃত ঝুমুর মনি ফরহাদাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তোফায়েল আহমেদ সওদাগরের বাড়ির মুজাহের মেয়ে। ঝুমুর ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, ফটিকছড়ি ভূজপুর থানা সুয়াবিল ৮নং ওয়ার্ড এলাকার সাকিবের সাথে কয়েকমাস পূর্বে গোপনে আকদ হয় তার। কিন্তু পরিবার বিষয়টি জানতে পারে গত তিন থেকে চারমাস পূর্বে।

পরিবারের সদস্যরা জানায়, ঘটনার দিন বিকেলে সাকিবের সাথে মোবাইল কথোপকথনের একপর্যায়ে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। তবে কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়টি এখন অজানা রয়ে গেছে।

হাটহাজারী মডেল থানার উপ পরিদর্শক প্রদীপ দাশ জানান, সাকিবের সাথে সম্পর্কে কথা শুনেছি। ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট