সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

হাজারীবাগে ঘোড়দৌড় প্রতিযোগিতা

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২২ | ৯:২৬ অপরাহ্ণ আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২২ | ৯:২৬ অপরাহ্ণ
হাজারীবাগে ঘোড়দৌড় প্রতিযোগিতা

রাজধানীর হাজারীবাগ পার্ক এলাকায় স্বাস্থ্যবিধি মেনে পুরান ঢাকার ঘোড়ার গাড়ি চালকদের নিয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতা শেষে গাড়ি চালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ‘ঢাকাবাসীর লস অ্যাঞ্জেলেস’ এর উপদেষ্টা সাইফুল আলম বাবু। এতে সভাপতিত্ব করেন মো. শুকুর সালেক। বীণ বাদক আব্দুল কাদেরের বীণ বাজনা দিয়ে শুরু হয় এই অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজফারুজ্জামান সোহরাব। এছাড়া আরও উপস্থিত ছিলেন লেখক জুনায়েদ আমিন মানি, ঢাকাবাসীর মহাসচিব শেখ খোদা বকস, ডে-বাংলাদেশের যুব বিষয়ক সম্পাদক মো. ফায়েদ করিম, ঢাকাবাসীর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাকিব সালেক, বরিশাল কম্পিউটারের স্বত্বাধিকারী শিশির হালদার, মনেশ্বর পঞ্চায়েতের সহকারী সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সহকারী মহাসচিব শাহিন পারভীন ও ঢাকাবাসীর সহকারী সাংগঠনিক সম্পাদক রাশেদ মাহামুদ।

সম্পর্কিত পোস্ট