রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

হাই কোর্টে ৯ বিচারককে স্থায়ীভাবে নিয়োগ

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১ | ৩:৪২ অপরাহ্ণ আপডেট: ১৯ অক্টোবর ২০২১ | ৩:৪২ অপরাহ্ণ
হাই কোর্টে ৯ বিচারককে স্থায়ীভাবে নিয়োগ

সুপ্রিম কোর্টের হাই কোর্টে ৯ বিচারককে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। শপথের দিন থেকে তাদের এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এতে বলা হয়েছে, প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন। এই নয়জনকে নিয়ে হাই কোর্ট বিভাগে মোট বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৯১ জনে।

নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন মুহম্মদ মাহবুব-উল ইসলাম, শাহেদ নূরউদ্দিন, মো. জাকির হোসেন, মো. আখতারুজ্জামান, মো. মাহমুদ হাসান তালুকদার, কাজী ইবাদত হোসেন, কে এম জাহিদ সারওয়ার, এ কে এম জহিরুল হক ও কাজী জিনাত হক।

সম্পর্কিত পোস্ট