রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

সড়ক বন্ধ, চাপ আকাশে

প্রকাশ: ৭ নভেম্বর ২০২১ | ২:৪৯ অপরাহ্ণ আপডেট: ৭ নভেম্বর ২০২১ | ২:৪৯ অপরাহ্ণ
সড়ক বন্ধ, চাপ আকাশে

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া বাড়ানোর দাবিতে সড়কপথে চলছে পরিবহন ধর্মঘট। শুক্রবার ভোর ৬ টা থেকে আজ তিনদিন চলছে টানা পরিবহন ধর্মঘট। এদিকে গন্তব্যে পৌছাতে মানুষ ঝুঁকছে রেল আর আকাশপথের দিকে। আশাতীতহারে বেড়েছে আকাশপথে চাপ। গত শুক্রবার থেকে সৈয়দপুর, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার রুটে উড়োজাহাজের কোনো টিকিট মিলছে না। বিমানবন্দরে যাত্রীদের চাপ বেড়েছে।

চট্টগ্রাম বিমানবন্দর টার্মিনালে কথা হয় এ যাত্রীর সাথে। তিনি ঢাকার একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, ‘সাপ্তাহিক ছুটিতে বাড়িতে এসেছিলাম। বাসের টিকিটও কাটা ছিল। আজ রোববারের মধ্যে ঢাকায় ফিরতে না পারলে চাকরি হারাতে হবে। অনেক চেষ্টার পর অবশেষে একটি টিকেট সংগ্রহ করতে পেরেছি।

বিমানবন্দর সূত্র জানায়, গত তিন দিনে সৈয়দপুর-ঢাকা পথে ইউএস-বাংলা, নভো এয়ার ও বিমান বাংলাদেশের ১৪টি ফ্লাইটের মধ্যে কোনোটির সিট খালি নেই। চাপ নিতে হচ্ছে উড়োজাহাজ সংস্থাগুলোকে। সারা দেশের সিডিউল স্বাভাবিক রাখতে ফ্লাইটও বাড়ানো যাচ্ছে না। ‘বিমানে যাত্রীদের চাপ এমনিতেই বেশি। তার ওপর পরিবহন ধর্মঘট থাকায় যাত্রীর চাপ বেড়েছে কয়েক গুণ।’

সম্পর্কিত পোস্ট