মহানবী হযরত মুহাম্মদ (সা.) – এর ব্যাঙ্গাত্মক কার্টুন আঁকায় বিতর্কিত সুইডিশ কার্টুনিস্ট সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।
প্রাথমিক অবস্থায় তার মৃত্যুর বিষয়টি প্রকাশ না করলেও স্থানীয় ডাগেন্স নাইটার পত্রিকা রবিবার সড়ক দূর্ঘটনায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সংবাদ প্রকাশ করে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত রবিবার (৩ অক্টোবর) দেশটির দক্ষিন মার্কারাইড শহরের নিকটবর্তী সড়ক দিয়ে একটি বেসামরিক পুলিশের গাড়ি দিয়ে যাচ্ছিলেন কার্টুনিস্ট লার্স ভিল্কস। এ সময় একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষে মৃত্যুবরণ করে কার্টুনিস্ট এবং তার সঙ্গী দুই পুলিশ অফিসার। এতে ট্রাক ড্রাইভার গুরুতর আহত হয়েছেন।
উল্লেখ্য, বিতর্কিত এই কার্টুনিস্ট ২০০৭ সালে মুহাম্মদ (সা.) – এর ব্যাঙ্গাত্মক কার্টুন আঁকেন। এক পর্যায়ে ভিল্কস চরম সিমা লঙ্ঘন করে সেই কার্টুনের মুখমণ্ডল কুকুরের শরীরের সাথে বসিয়ে দেন। এটি প্রকাশ্যে এলে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর মধ্যে ক্ষোভ দেখা দেয়। অসংখ্য জায়গা থেকে মৃত্যুর হুমকি পান। যার কারণে, সে সময় থেকেই পুলিশ পাহারায় বসবাস করে আসছিলেন এই কার্টুনিস্ট।