রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

স্বাধীনতা দিবস উপলক্ষে ফেনী প্রবাসী ফোরামের আলোচনা সভা

প্রকাশ: ২৭ মার্চ ২০২২ | ৪:৪১ অপরাহ্ণ আপডেট: ২৭ মার্চ ২০২২ | ৪:৪১ অপরাহ্ণ
স্বাধীনতা দিবস উপলক্ষে ফেনী প্রবাসী ফোরামের আলোচনা সভা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে সৌদি আরবের রাজধানী রিয়াদে হোটেল ডিমোরার অডিটোরিয়ামে শুক্রবার রাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় ফেনী প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক জহির উদ্দিন মনিরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি কামাল উদ্দিন পাটোয়ারী।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বরকত উল্ল্যাহ ফারুক।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী প্রবাসী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও সংগঠক নুরুল আনোয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সহ সভাপতি আবদুল আউয়াল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বর্তমান সহসভাপতি আবদুল্লাহ ফারুক।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের সহ-সভাপতি মাজহারুল ইসলাম শিমুল, সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম নয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন জাহাঙ্গীর, সহ-দপ্তর সম্পাদক মোবারক হোসেন শাহীন, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মো. সৈকত, সহসমাজ কল্যাণ সম্পাদক কাজী মিজানুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুর ফয়সাল, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন বাবুল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাঈদুল হক হোসাইন, সহ-ক্রীড়া সম্পাদক আবু সাঈদ সোহেল, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ তোহা প্রমুখ।

এছাড়াও ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল মির্জা, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, সমাজ কল্যাণ সম্পাদক নুরুল আলম সবুজ, সহধর্ম বিষয়ক সম্পাদক আজহারুল রাজিব, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুরুল আফছার বাদল উপস্থিত ছিলেন।

বক্তারা স্বাধীনতা যুদ্ধে মহান শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ করে দেশপ্রেম ঐক্য মানবতার বন্ধনে দেশের অসহায়দের জন্য কাজ করার আহবান জানান।

সংলাপ-২৭/০৩/০০৬/আ/আ

সম্পর্কিত পোস্ট