প্রকাশ: ২৬ মার্চ ২০২২ | ১২:০৩ অপরাহ্ণ আপডেট: ২৬ মার্চ ২০২২ | ১২:০৩ অপরাহ্ণ
![স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়েতে বাংলাদেশিদের রক্তদান কর্মসূচি](https://somoyersonglap.ae/wp-content/uploads/2022/03/1-428.jpg)
২৬শে মার্চ ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুয়েত মিরসরাই সমিতির আয়োজনে ও বাংলাদেশ প্রেসক্লাবের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করা হয়।
কুয়েতের জাবরিয়া সেন্ট্রাল ব্লাড ব্যাংকে শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কার্যক্রম চলে। সাপ্তাহিক ছুটির দিন থাকায় কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসী বাংলাদেশিরা এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন। মানবতার সেবায় এ ধরনের কর্যক্রমে অন্যান্য প্রবাসীদেরও এগিয়ে আসা দরকার বলে মনে করেন স্বেচ্ছাসেবী প্রবাসী বাংলাদেশিরা।
স্বেচ্ছায় রক্ত দিতে আসা বাংলাদেশ প্রেসক্লাবের মহিলা সম্পাদিকা নাসরিন আক্তার মৌসুমী জানান, আমি জীবনে প্রথমবার রক্ত দিলাম। সত্যিই বলতে অনেক ভালো লাগছে। মনের মধ্যে কেমন যেন প্রশান্তির অনুভূতি হচ্ছে।
সংলাপ-২৬/০৩/০০১/আ/আ