সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

স্বাধীনতা দিবস উদযাপন করল রেড ক্রিসেন্ট

প্রকাশ: ২৬ মার্চ ২০২২ | ১:৪৭ অপরাহ্ণ আপডেট: ২৬ মার্চ ২০২২ | ১:৪৭ অপরাহ্ণ
স্বাধীনতা দিবস উদযাপন করল রেড ক্রিসেন্ট

নানা আনুষ্ঠানিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

শনিবার সংস্থা‌টির জাতীয় সদর দপ্তরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন মাধ‌্যমে অনুষ্ঠা‌নের শুরু হয়।

সংস্থা‌টি জানায়, শহীদদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন করেন সোসাইটির ভাইস চেয়ারম্যান নূর-উর-রহমান। সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম উত্তোলন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পতাকা। পরে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় সোসাইটির ভাইস চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিকামী বাঙালি স্বাধীনতা অর্জন করে। এই স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছে দিতেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাধীনতা দিবস উদযাপনে সোসাইটির উপ-মহাসচিব মো. রফিকুল ইসলামসহ পরিচালকবৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সোসাইটির পক্ষ থে‌কে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা ছাড়াও দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে রক্ত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে রেড ক্রিসেন্ট।

সম্পর্কিত পোস্ট