শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া

প্রকাশ: ৯ নভেম্বর ২০২২ | ৫:৪২ অপরাহ্ণ আপডেট: ৯ নভেম্বর ২০২২ | ৫:৪২ অপরাহ্ণ
স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বুধবার দুপুরে পূর্ব সাগরে স্বল্পপাল্লার এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে বলে জানায় দক্ষিণ কোরিয়া। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

দক্ষিণ কোরিয়া জানায়, তারা সোভিয়েত আমলের এসএ-৫ ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে। জাপানের কোস্ট গার্ড জানায়, উৎক্ষেপণের কয়েক মিনিট পরই ক্ষেপণাস্ত্রটি সাগরে পতিত হয়।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা জানান, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। টোকিও এ উৎক্ষেপণের কড়া সমালোচনা করেছে বলেও জানান তিনি।

উত্তর কোরিয়ার উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে এটিই প্রথম দক্ষিণ কোরিয়ার পানিসীমার কাছে পড়েছে।

সম্পর্কিত পোস্ট