শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

স্পেনে বাংলাদেশ সোসাইটির নৈশভোজ ও সংবর্ধনা

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২ | ১:৫০ অপরাহ্ণ আপডেট: ২৭ এপ্রিল ২০২২ | ১:৫০ অপরাহ্ণ
স্পেনে বাংলাদেশ সোসাইটির নৈশভোজ ও সংবর্ধনা

স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে আলোচনা সভা, নৈশভোজ এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে মাদ্রিদের দেশ রেস্তোরাঁয় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দেশ রেস্তোরাঁর পরিচালক মো. আবুল হোসেনের সভাপতিত্বে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং ঢাকা ফ্রুতাস কোম্পানির চেয়ারম্যান আলামীন মিয়া, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান, ফরিদপুর কল্যাণ সমিতি স্পেনের সাবেক সভাপতি হেমায়েত খান, কমিউনিটি নেতা আব্দুল কাইয়ুম মাসুক, আসাদ আলী প্রমুখ।

সভায় আলামীন মিয়াকে সামাজিক উন্নয়নমূলক কাজে অবদান এবং বাংলাদেশ যাওয়ার জন্য সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইয়াসিন শিকদার, জহিরুল হক টুটুল প্রমুখ।

সংবর্ধনা শেষে দেশ ও বিশ্বের শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

সম্পর্কিত পোস্ট