সৌদি আরব এর নাগরিকত্ব পেলেন প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত শায়খ মুখতার আলম শিকদার। তিনি পবিত্র কাবাঘরের গিলাফের প্রধান নকশাকার হিসেবে কাজ করছেন দীর্ঘ বছর।
বৃহস্পতিবার দেশটির স্থানীয় পত্রিকা ‘আশরাক আল-আওসাত’ এ প্রকাশিত সংবাদে জানানো হয়, বাদশা সালমান বিন আবদুল আযীয এর এক রাজকীয় আদেশের পর দেশটিতে অবস্থানরত বিশিষ্ট ব্যক্তি ধর্মীয়, ঐতিহাসিক, সাংস্কৃতিক, চিকিৎসা, বিনিয়োগ এবং প্রযুক্তিবিদ স্ব স্ব কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখা কয়েকজন প্রবাসীকে নাগরিকত্ব দিয়েছেন।
তারা হলেন,পবিত্র কাবার গিলাফ (কিসওয়া) প্রধান ক্যালিগ্রাফার শায়খ মুখতার আলম, বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর আমিন সিদো ও ডক্টর আব্দুল করিম আল-সামাক, প্রখ্যাত গবেষক ডক্টর মুহাম্মদ আল-বাকাই এবং প্রখ্যাত নাট্য শিল্পী সামান আল-আনি প্রমুখ।
এদের মধ্য বাংলাদেশি বংশোদ্ভূত পবিত্র কাবা শরীফের গিলাফ কারখানার প্রধান শায়খ মুখতার আলমের নাম তাদের শীর্ষে রয়েছে। সৌদি আরবে বিশেষ কৃতিত্বের জন্য সৌদি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যম তাঁর প্রশংসায় পঞ্চমুখ।
চট্রগ্রামের সৌদি আরব প্রবাসী মুফিজুর রহমান শিকদার এর ছেলে শায়খ মুখতার আলম শিকদার ১৯৬২ সালে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি মক্কাতেই হিফযুল কুরআন ও প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্নসহ অ্যারাবিক ক্যালিওগ্রাফির উপর তিনি বিভিন্ন উচ্চতর ডিগ্রি নেন। এছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন হস্তলিপি ও ক্যালিওগ্রাফি প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
কর্মজীবনে তিনি মাসজিদুল হারামে অবস্থিত ‘দারুল আরকাম ইনিস্টিটিউট’ এর শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তার কৃতিত্বের অন্যতম হলো সৌদি আরবে হস্তলিপি ও ক্যালিগ্রাফি শিক্ষার সর্বোচ্চ প্রসিদ্ধ সব গ্রন্থ তাঁর রচিত।