প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২ | ১:৪১ অপরাহ্ণ আপডেট: ১৮ অক্টোবর ২০২২ | ১:৪১ অপরাহ্ণ
সৌদি আরবের রাজধানী রিয়াদে হৃদরোগে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত শুক্রবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার দিকে রিয়াদের আল সেফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সৌদি প্রবাসী মোহাম্মদ গাজী ইউসুফ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫১ বছর বয়সী খোরশেদ আলমের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরপোওয়া গ্রামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।
আকামার জটিলতার কারণে খোরশেদ গত পাঁচ বছর দেশে যেতে পারেননি। পরিবারের সম্মতি অনুযায়ী বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শেষে তাকে রিয়াদেই দাফন করা হবে। বর্তমানে খোরশেদের মরদেহ রিয়াদের স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।