চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ার আবদুস ছালাম কোম্পানি নামের এক প্রবাসী সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার (২৭মার্চ) রাত আনুমানিক পৌনে ১টার দিকে সৌদি আরবের জেদ্দার নিজ বাসায় মারা যান আবদুস ছালাম (৫৮)।
আবদুস ছালাম প্রায় ৩০ বছর ধরে প্রবাসে জীবন অতিবাহিত করছিলেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ইউনুচ বলেন, আবদুস ছালাম কোম্পানি সৌদি আরবে স্ট্রোক করে মারা গেছেন বলে পরিবারের লোকজন থেকে শুনেছি। তার মৃতদেহ সৌদি আরবে দাফন করা হবে বলে জানান তার আত্মীয়স্বজন।
আবদুস ছালামের ভাতিজা মো. এরশাদ বলেন, প্রায় ৩০ বছর ধরে প্রবাসে জীবন অতিবাহিত করেন আমার চাচা। ২০১৯ সালে বাংলাদেশে বেড়াতে আসেন তিনি। ছুটি শেষে ২০১৯ সালের শেষের দিকে আবারও সৌদি আরবে পাড়ি জমান।
রোববার রাতে এক আত্মীয় মোবাইল ফোনে চাচার মারা যাওয়ার খবর দেন বলে জানান আবদুস ছালামের ভাতিজা মো. এরশাদ।
সংলাপ-২৮/০৩/০১৩/আ/আ