রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

সৌদি আরবে ক্রেন দূর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১ | ৫:৩১ অপরাহ্ণ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ | ৫:৩১ অপরাহ্ণ
সৌদি আরবে ক্রেন দূর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈদ্যুতিক কাজ করার সময় ক্রেন দূর্ঘটনায় মোহাম্মদ শেখ ফরিদ আরজু (২৫) নামের বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত শেখ ফরিদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রহিম কোম্পানী বাড়ির মোহাম্মদ আবদুল হালিমের বড় ছেলে। সে জীবীকার তাগিদে গত বছর সৌদি আরবে যায়।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রিয়াদে তার কর্মস্থলে ক্রেনের ত্রুটির কারণে ৪০ ফিট উপর থেকে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সম্পর্কিত পোস্ট