মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

সৌদি আরবে ইকামার বাইরে কাজ করলে জেল-জরিমানা

প্রকাশ: ১১ অক্টোবর ২০২১ | ১০:১২ অপরাহ্ণ আপডেট: ১১ অক্টোবর ২০২১ | ১০:৩৩ অপরাহ্ণ
সৌদি আরবে ইকামার বাইরে কাজ করলে জেল-জরিমানা

মধ্যপ্রাচ্যের বাংলাদেশি কর্মী সমৃদ্ধ দেশ সৌদি আরবে চলমান অবৈধ অধিবাসী উচ্ছেদ অভিযান ও ইকামায় বর্ণিত পেশার বাইরে নিজ উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা বা কর্মে নিয়োজিতদের আটক করছে দেশটির পুলিশ।

বিষয়টির উপর সর্তক দৃষ্টি রেখে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে সতর্কতা জারি করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট। গত ৪ অক্টোবর সোমবার কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) মো: আমিনুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দেশটির শ্রম আইন প্রসঙ্গে সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের আইন অনুসারে ইকামায় বর্ণিত পেশার বাইরে নিজ উদ্যোগে বা নিজ অর্থায়নে কাজ করা আইনত দন্ডনীয় অপরাধ। কোনো প্রবাসী এরূপ অপরাধে দোষী সাব্যস্ত হলে দেশটির আইন অনুসারে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও সর্বোচ্চ পঞ্চাশ হাজার সৌদি রিয়াল জরিমানা এবং কারাভোগ শেষে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের এমন কাজ হতে বিরত থেকে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি রক্ষায় সর্তক থাকার পরামর্শ দিয়েছে দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাস।

প্রসঙ্গত, সৌদি আরবে অবৈধ অভিবাসীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। গত সপ্তাহে অবৈধ সিম ব্যাবহার ও ব্যবসার সাথে জড়িত থাকায় সাত বাংলাদেশিকে আটক করাছে পুলিশ।

এছাড়াও স্থানীয় গণমাধ্যম ও গালফ নিউজ জানায়, গত ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ১৬ হাজার ১৫১ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট