বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০

সৌদি আরবে অবৈধ অভিবাসীদের ধরপাকড় চলছে

প্রকাশ: ১২ অক্টোবর ২০২১ | ৪:২৩ পূর্বাহ্ণ আপডেট: ১২ অক্টোবর ২০২১ | ৪:২৩ পূর্বাহ্ণ
সৌদি আরবে অবৈধ অভিবাসীদের ধরপাকড় চলছে

অবৈধভাবে বসবাস করা অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সৌদি আরব কর্তৃপক্ষ ১৬ হাজারেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং এক সপ্তাহে দেশটি ৯ হাজার ২৮১ জনকে নিজ দেশে ফেরতও পাঠিয়েছে। খবর গালফ নিউজের।

আবাসিক, শ্রমিক ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গকারী অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে সৌদি সরকার।

৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর চালানো অভিযানে তারা আবাসিক নিয়ম লঙ্ঘনকারী ৬ হাজার ৯৭০ জন, সীমান্ত নিরাপত্তা ভঙ্গকারী সাত হাজারেরও বেশি ব্যক্তি এবং শ্রমিক আইন লঙ্ঘনকারী প্রায় ২ হাজার জনকে গ্রেপ্তার করে।

এরই মধ্যে একটি বড় অংশকে নিজ দেশে ফেরতও পাঠিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি সরকার বারবার হুঁশিয়ারি দিয়েছে, যারা অবৈধ অভিবাসীদের দেশে আসতে সহায়তা, আশ্রয় ও অন্যান্য সুবিধা দেবে তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদ এবং জরিমানাও গুনতে হবে।

সম্পর্কিত পোস্ট