সৌদি আরবের দাম্মাম এলাকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর সাইদুল হক (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ডুবাই রোডে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সাইদুল হক ফেনী সদর উপজেলার আক্রামপুর গ্রামের আবু সওদাগর বাড়ির মাহমুদুল হকের ছেলে।
সাইদুলের পরিবার জানায়, গত ৪ মাস আগে ছুটি শেষে সৌদিতে ফিরে যায় সাইদুল হক। বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর খবর পেয়ে আমরা হতবাক হয়ে গেছি।
সৌদিতে অবস্থানরত একই এলাকার প্রবাসী নুরুল আবসার জানান, আমার ভাই সোহাগ খবর পেয়ে স্থানীয় হাসপাতালে গিয়ে সাইদুলের মরদেহ শনাক্ত করেন। সাইদুল গাড়িচালক ছিলেন। দুর্ঘটনার সময় সামনে ও পেছন থেকে তার গাড়িটি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার জানান, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাইদুল হক নামের এক যুবকের মৃত্যুর খবর আমি শুনেছি। পরিবারের পক্ষ থেকে আবেদন করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সংলাপ-০১/০৪/০০৮/আ/আ