বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

সৌদিতে গাড়িচাপায় প্রাণ গেলো বাংলাদেশি যুবকের

প্রকাশ: ১৪ জুন ২০২২ | ৬:২৭ অপরাহ্ণ আপডেট: ১৪ জুন ২০২২ | ৬:২৭ অপরাহ্ণ
সৌদিতে গাড়িচাপায় প্রাণ গেলো বাংলাদেশি যুবকের

সৌদি আরবের রিয়াদে গাড়িচাপায় বাংলাদেশি রাকিবুল হাসান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গত রোববার (১২ জুন) সৌদি আরব সময় বেলা দেড়টার দিকে রিয়াদের তায়েফে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের গাঙ্গিনাপাড় গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল।

তিনি বলেন, চাঁন মিয়া খুব গরিব মানুষ। ইউনিয়নের সিডস্টোর বাজারে চায়ের দোকান করে সংসার চালায়। সংসারে স্বচ্ছলতা ফেরাতে টাকা ঋণ করে ছেলেকে গত ১ জুন সৌদিতে কাজের জন্য পাঠান। কিন্তু রোববার (১২ জুুুন) হঠাৎ খবর আসে ছেলে গাড়িচাপায় মারা গেছেন।

নিহতের বাবা চাঁন মিয়া বলেন, গত ১ জুন রাকিবুল রোড ক্লিনারের কাজ নিয়ে সৌদি আরবের রিয়াদে যান। সেখানে গিয়ে তায়েফে কাজে যোগদান করেন। কিন্তু ১২ দিন যেতেই গাড়ি চাপায় ছেলে মারা গেছে।

তিনি আরও বলেন, রাকিবুলের তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে। চার লাখ টাকা ঋণ করে ছেলেকে বিদেশে পাঠাই। এখন সব হারিয়ে সংসার নিয়ে সাগরে ডোবার মতো অবস্থা হয়েছে আমাদের।

সম্পর্কিত পোস্ট