রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

সোমবার থেকে ঢাকা-দুবাই রুটে চলবে বিমান

প্রকাশ: ২ অক্টোবর ২০২১ | ৩:৫৮ অপরাহ্ণ আপডেট: ২ অক্টোবর ২০২১ | ৩:৫৮ অপরাহ্ণ
সোমবার থেকে ঢাকা-দুবাই রুটে চলবে বিমান

করোনার প্রভাবে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বন্ধ থাকা আকাশ পথের যোগাযোগ পুনরায় সচল হতে যাচ্ছে। আগামী সোমবার ( ৪ অক্টোবর) থেকে ঢাকা-দুবাই রুটে স্বাভাবিক ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান।

বিমানের দুবাই অফিস জানায়, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষায় র‌্যাপিড টেস্ট ল্যাবের অনুমতি থাকায় আপাতত বাংলাদেশ থেকে শুধু ঢাকা-দুবাই রুটের বিমানের ফ্লাইট স্বাভাবিক করা হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের ফ্লাইট ও টিকিট সম্পর্কে জানতে সরাসরি বাংলাদেশ বিমানে যোগাযোগের অনুরোধ করে তারা।

সম্পর্কিত পোস্ট