রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

সোনাইমুড়ীতে সাবেক চেয়ারম্যানের বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১ | ৮:২৩ অপরাহ্ণ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১ | ৮:২৩ অপরাহ্ণ
সোনাইমুড়ীতে সাবেক চেয়ারম্যানের বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার সাবেক এক চেয়ারম্যানের বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। উপজেলার ২নং নদোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সানি তার বাড়িতে সন্ত্রাসী কর্তৃক অতর্কিত হামলা করেন থানায় অভিযোগ করেন।

গত সোমবার(২৭ সেপ্টেম্বর) রাতে বিএনপির এই নেতার নদোনা ইউনিয়নস্থ বাড়িতে এ ঘটনা ঘটে।

কুতুব উদ্দিন অভিযোগ করে বলেন, সোমবার রাত ৯টার দিকে ১৫-২০জন হেলমেট পরিহিত সন্ত্রাসী বসত ঘরে হামলা করে ফার্নিচার ভাঙচুর করে। তারা আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। সেসময় আমি বাড়িতে ছিলাম না। বাড়ির লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের দিকে পিস্তল তাক করে ভয়ভীতি দেখায়।

এই হামলার প্রতিবাদ জানিয়েছে নোয়াখালী জেলা বিএনপি। বিবৃতিতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নেতারা।

তবে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে হামলার কোনো আলামত পায়নি।

সম্পর্কিত পোস্ট