প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২ | ৮:৪৭ অপরাহ্ণ আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ | ৮:৪৭ অপরাহ্ণ
সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে ১২ লাখ পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। একটি ট্রলারের ভেতর থেকে এসব ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি বোটকে থামার সংকেত দিলে না থামিয়ে তা চলে যায়। এ সময় বোটটি ফেলে কয়েকজন দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে সেখান থেকে এসব অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।