বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

সুন্দরবনে মধু আহরণ শুরু ১৫ মার্চ

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ৩:৪৬ অপরাহ্ণ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ৩:৪৬ অপরাহ্ণ
সুন্দরবনে মধু আহরণ শুরু ১৫ মার্চ

সুন্দরবনে আগামী ১৫ মার্চ থেকে মধু আহরণ শুরু হচ্ছে। সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন জানান, অন্যান্য বছর ১ এপ্রিল থেকে সুন্দরবনে মৌয়ালরা মধু ও মোম সংগ্রহ করতেন। তার আগে মৌয়ালদের পাশ-পারমিট দেওয়া হতো।

কিন্তু কিছু মৌয়াল পাশ-পারমিট না নিয়ে অবৈধভাবে আগেই বনে ঢুকে মধু আহরণ শুরু করেন। এর ফলে পাশ-পারমিট নিয়ে বনে যাওয়া মৌয়ালরা তাদের কাঙ্খিত মধু আহরণ করতে পারেন না। “তাছাড়া তারা গবেষণা করে দেখা গেছে, বনের মৌচাকগুলোতে ১৫ মার্চ থেকেই মধু পাওয়া যায়। সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” যোগ করেন তিনি।

সম্পর্কিত পোস্ট